বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের তীব্রতা কখনো বাড়ছে, কখনো কমছে। কমা–বাড়ার এই নিয়মকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করছেন বিশেষজ্ঞেরা। মাঝেমধ্যেই বিশেষজ্ঞদের বলতে শোনা যায়—এবার দ্বিতীয় ঢেউ শেষের পথে কিংবা তৃতীয় ঢেউ এই শুরু হলো বলে। কথা হলো—এই ঢেউটি তাঁরা কীভাবে শনাক্ত করেন?
নামের কারণে অনেকেই মনে করেন, স্প্যানিশ ফ্লুর উৎপত্তি স্পেনে। কেউ কেউ মনে করেন স্প্যানিশ ফ্লুর জন্য স্পেনই দায়ী। তবে এই মহামারির সঙ্গে জড়িয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া দেশগুলোর ইতিহাস। যুদ্ধের ময়দানে সৃষ্টি হওয়া এই রোগের নাম কেন স্প্যানিশ ফ্লু হলো, চলুন জানা যাক।